Ridge Bangla

তিন হলের ফল প্রকাশ, শিবিরপন্থী প্যানেল এগিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত তিনটি হলের ফলাফল প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত ফলাফলে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এগিয়ে আছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তার ঘোষণায় জানা যায়, কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম ৮৪১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন ১৮১ ভোট। উমামা ফাতেমা ১৫৩, শামীম হোসেন ১৪১, আবদুল কাদের ৪৭ এবং বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন ৬ ভোট। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯ ভোট পেয়ে শীর্ষে আছেন। অন্যদিকে আবু বাকের মজুমদার পেয়েছেন ৩৪১, তানভির বারী হামিম ২২৮ এবং মেঘ মল্লার বসু ৯৯ ভোট।

অমর একুশে হলের ফলাফলেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে। ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। আবিদুল ইসলাম পেয়েছেন ১৪১, উমামা ফাতেমা ৯০, শামীম হোসেন ১১১, আবদুল কাদের ৩৬ এবং বিন ইয়ামিন মোল্লা মাত্র ১ ভোট। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তানভির বারী হামিম পেয়েছেন ১৮০, আবু বাকের মজুমদার ১৪৭ এবং মেঘ মল্লার বসু পেয়েছেন ৮৬ ভোট।

ঘোষিত এই ফলাফলকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা বেড়েছে। শিক্ষার্থীরা নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের বাইরে অবস্থান নিয়ে ফলাফলের অপেক্ষা করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন