Ridge Bangla

তিন দফা দাবিতে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

প্রাথমিকের সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে বেতন ১১ তম গ্রেডে নির্ধারণসহ তিন দাবিতে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ঘোষণা অনুযায়ী আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হবে। এর আগে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংগঠন নিয়ে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত অনলাইন মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীদের পূজা, আবহাওয়ার প্রতিকূলতা, প্রধান উপদেষ্টার বিদেশে অবস্থান এবং আমরণ অনশন কর্মসূচির গুরুত্ব ও সর্বোচ্চ অংশগ্রহণের সুবিধার্থে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই আমরণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো:
১। সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে বেতন ১১ তম গ্রেডে নির্ধারণ।
২। চাকরির শুরু থেকে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান।
৩। প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন