Ridge Bangla

তিনবার ঘর সংসার ভাঙলেও বিয়েতে আস্থাশীল শ্রাবন্তী

টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বরাবরই আলোচনায় থেকেছেন তার রূপ, অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে। তিনবারের দাম্পত্য বিচ্ছেদের অভিজ্ঞতা সত্ত্বেও বিয়ের প্রতি বিশ্বাস হারাননি তিনি। সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “আমি এখনো বিয়েতে বিশ্বাস করি। আমার বাবা-মায়ের সম্পর্ক দেখে আমি বিয়ের প্রতি আস্থা পেয়েছি।”

তবে নিজের সংসার ভাঙনের বিষয়ে বলতে গিয়ে শ্রাবন্তী জানান, “আমার ভুল ছিল আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। হয়তো আরও বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমি খুবই ইমোশনাল একজন মানুষ। আবেগে না ভেসে বাস্তবতা দিয়ে জীবন দেখা উচিত ছিল।”

তিনি আরও বলেন, “নিজের ভালো থাকাটাই গুরুত্বপূর্ণ। একটাই জীবন, মানুষ কী বলছে তা নিয়ে না ভেবে, নিজের মন যা বলছে সেটাই করা উচিত। যেখানেই নিজের সম্মান অক্ষুণ্ন থাকবে, সেখানেই থাকা উচিত।”

শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়েছিল পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। তাঁদের একমাত্র সন্তান ঝিনুক (অভিমন্যু)। ২০১৬ সালে সেই সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। এরপর তিনি বিয়ে করেন কৃষাণ ব্রিজকে, যা মাত্র এক বছর স্থায়ী হয়। তৃতীয়বার তিনি বিয়ে করেন রোশন সিংকে, যেটির আইনি বিচ্ছেদ হয় ২০২৪ সালের এপ্রিল মাসে।

বর্তমানে শ্রাবন্তী অভিনয় করছেন শুভ্রজিৎ মিত্র পরিচালিত ঐতিহাসিক চলচ্চিত্র ‘দেবী চৌধুরানি’-তে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়, দর্শনা বণিক ও অ্যালেক্স ও’নেল।

আরো পড়ুন