Ridge Bangla

তাহসানকে নিয়ে অভিমানী মন্তব্যে চমকে দিলেন মন্দিরা চক্রবর্তী

ঢালিউডের উদীয়মান অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ে নিয়ে অভিমানী মন্তব্য করে চমকে দিয়েছেন তার ভক্তদের। এক বিশেষ তারকাদের আড্ডার অনুষ্ঠানে অংশ নিয়ে তাহসান প্রসঙ্গে নিজের অনুভূতির কথা খোলামেলা ভাষায় জানান এই অভিনেত্রী।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক মন্দিরার ‘ক্র্যাশ’ সম্পর্কে জানতে চাইলে তিনি মজার ছলে বলেন, “কে যেন? ওহ, তাহসান।” উপস্থাপক বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, “ভুলে গেছো তাহসানের কথা?” মন্দিরা উত্তরে বলেন, “হ্যাঁ, ওর তো বিয়ে হয়ে গেছে। তাই ওকে ভুলে গেছি। কী দরকার ছিল তাহসানের বিয়ে করার? দরকার তো ছিল না।”

তিনি আরও বলেন, “একজন ভক্ত হিসেবে অভিমান থেকেই এসব বলছি। আমি যদি এখন মিডিয়ায় না থাকতাম, তাহলেও একজন সাধারণ ভক্ত হিসেবেই বলতাম—তাহসান ভাইয়ের গান শুনলে আজও মন ভালো হয়ে যায়।”

তাহসানের প্রতি তার ভালোবাসা ও আবেগ থেকেই এমন মন্তব্য করেছেন বলে জানান মন্দিরা। যদিও তা অনেকটা হালকা রসিকতার সুরে বলা হলেও, কণ্ঠে ছিল স্পষ্ট অভিমান ও আক্ষেপের ছোঁয়া।

উল্লেখ্য, ২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ রিয়ালিটি শোয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। এরপর ছোট পর্দায় কাজ করে দর্শকের নজর কাড়েন। ২০২৪ সালে ‘কাজলরেখা’ ছবিতে বড় পর্দায় অভিষেকের পর, চলতি বছর ‘নীলচক্র’ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন তিনি। মন্দিরার এই candid মন্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন