Ridge Bangla

তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলকারী তালেবান সরকারকে প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ইসলামিক এমিরেট অব আফগানিস্তান কর্তৃক মনোনীত একজন রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমরা বিশ্বাস করি, তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দুই দেশের মধ্যে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভের সঙ্গে বৈঠকের একটি ভিডিও প্রকাশ করে একে “সাহসী সিদ্ধান্ত” আখ্যা দেন এবং বলেন, “এই স্বীকৃতি অন্য দেশগুলোর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।”

উল্লেখ্য, তালেবান ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর থেকে আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষায় ছিল। এতদিন কোনো দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। রাশিয়াই প্রথম দেশ হিসেবে সেই সিদ্ধান্ত নিল। চলতি বছরের এপ্রিলে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষিত তালিকা থেকে বাদ দেয়। গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে ‘সন্ত্রাসবিরোধী মিত্র’ বলেও উল্লেখ করেছিলেন।

২০১৮ সাল থেকেই তালেবানের প্রতিনিধিরা নিয়মিত মস্কো সফর করে আসছেন। রাশিয়ার এই স্বীকৃতি এখন বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রা তৈরি করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র তালেবান নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলার মূল্যের সম্পদ এখনও ফ্রিজ করে রেখেছে। ফলে দেশটির ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত এখন আন্তর্জাতিকভাবে বিশেষ করে ওয়াশিংটনের দৃষ্টিতে গভীরভাবে পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৯

আরো পড়ুন