Ridge Bangla

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী হবেন: এ্যানি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন, জাতীয় নির্বাচনে অংশ নেবেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি জানান, জনগণের সরকার প্রতিষ্ঠায় তারেক রহমানই নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। তার কাছ থেকে আমরা সাহস ও মনোবল পাই। তাই নিশ্চিতভাবে বলতে পারি, আসন্ন নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের নেতৃত্বে থাকবে বিএনপি।” তিনি জানান, ক্ষমতায় গেলে বিএনপি প্রথম এক বছরের মধ্যেই কর্মসংস্থান সৃষ্টি ও গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করবে। একদলীয় শাসনের পরিবর্তে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নতুন অধ্যায় রচনা করবেন তারেক রহমান।

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে এ্যানি বলেন, তার অবদানেই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আর তার ধারাবাহিকতায় খালেদা জিয়া ও বর্তমানে তারেক রহমান দেশের মানুষের পাশে রয়েছেন। বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি বলেও তিনি দাবি করেন।

আওয়ামী লীগের সমালোচনা করে এ্যানি বলেন, স্বাধীনতার পর থেকে দলটি কখনো গণতান্ত্রিক রূপ নিতে পারেনি। শেখ হাসিনা ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের রাজনীতি চালিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, এলডিপির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন