বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।
হুমায়ুন কবির বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে আন্তরিক এবং আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সম্প্রতি নিউইয়র্কে এনসিপির ওপর হামলার মাধ্যমে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী চেহারা পুনরায় প্রমাণ করেছে। এদিকে, জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন আবারও লন্ডন সফরে গেছেন। ১ অক্টোবর তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকা ত্যাগ করেন।
সূত্রে জানা গেছে, ট্রেসির সঙ্গে তাঁর স্বামী ডেভিড বাফও ছিলেন। এই সফর নিছক ব্যক্তিগত নয়, রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে, যেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া ও দেশ গঠন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে প্রথম বৈঠক করেছেন তারেক ও ট্রেসি। ওই বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, বিএনপির পরিকল্পনা, নির্বাচনে জয়ী হলে দেশের দিশা এবং নির্বাচন কমিশন ঘোষিত রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বৈঠক বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।