Ridge Bangla

‘তাণ্ডব’ সিনেমার পাইরেসিতে তিনজন গ্রেপ্তার, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত চলতি বছরের আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’ দেশজুড়ে প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে। শতাধিক হলে প্রদর্শিত এই সিনেমাটি দর্শক চাহিদার কারণে মাল্টিপ্লেক্সগুলোতে পাচ্ছে বাড়তি শোও। তবে এই সফলতার মাঝেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা—চলচ্চিত্রটির সম্পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসির মাধ্যমে অনলাইনে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল কপিরাইট আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পাইরেসিতে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—নোয়াখালীর টিপু সুলতান (৩৫), ময়মনসিংহের সাদি সাদ এবং সিরাজগঞ্জের সাজেদুল ইসলাম। বুধবার (১৮ জুন) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা যায়, প্রথমে নোয়াখালী থেকে টিপু সুলতানকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে বাকি দুজনকে ময়মনসিংহ ও সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। টিপু স্বীকার করেছেন, তিনিই ‘তাণ্ডব’ সিনেমার এইচডি কপি সংগ্রহ করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম জানান, টিপুকে ঢাকায় এনে বনানী থানায় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনের সঙ্গে দেশের কিছু সিনেমা হলের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মূল ‘প্রিন্ট কপি’ কীভাবে বাইরে গেল, তা নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই পাইরেসির ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্টরা বলছেন, এমন অনিয়ন্ত্রিত পাইরেসি পুরো চলচ্চিত্রশিল্পকে ঝুঁকিতে ফেলছে এবং অর্থনৈতিকভাবে চরম ক্ষতির মুখে ফেলছে সৃষ্টিশীল কাজগুলোকে।

আরো পড়ুন