Ridge Bangla

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার মুহূর্ত থেকেই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া বুধবার বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই পদত্যাগ কার্যকর হবে বলেও তিনি নিশ্চিত করেন।

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র জমাদানের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ তুলে শফিকুল আলম বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া এই দুই যুব নেতৃত্বকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন।

তিনি আরও বলেন, নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে এবং কোনো ধরনের বাধা বা আশঙ্কা নির্বাচন আয়োজনে ব্যাঘাত ঘটাতে পারবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, “ভিউর লোভে অনেকে বলেছেন নির্বাচন হবে না, কিন্তু সরকার ও প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে সব প্রস্তুতি এগিয়ে চলছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন