নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। শনিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আগেই জানানো হয়েছে। সেই হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল ইসির। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে এখনো কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
শনিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত জাতীয় বৈঠকেও নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা করেন কমিশন সদস্যরা। বৈঠক শেষে সচিব আখতার আহমেদ জানান, “নির্বাচন প্রস্তুতি নিয়ে সকাল সাড়ে ১১টা থেকে বৈঠক করেছি। তবে এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন ঠিক করা হয়নি।” তিনি আরও বলেন, ইসি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নির্বাচন আয়োজনের কাজ এগিয়ে নিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে গণমাধ্যমকে অনুরোধ জানান তিনি। সচিব বলেন, “সঠিক তথ্য প্রচার করুন। নির্বাচন আয়োজনের জন্য জোর প্রস্তুতি চলছে।”