Ridge Bangla

তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হতে পারবেন নাগরিকেরা

নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত দেশের যোগ্য নাগরিকেরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এই লক্ষ্যে ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, যেসব নাগরিক নির্বাচনের পূর্বে ১৮ বছর পূর্ণ করবেন, তারা তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, বর্তমান নিয়ম অনুযায়ী প্রতি বছর যেসব নাগরিক ডিসেম্বরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেন, তারা পরবর্তী বছরের জানুয়ারিতে ভোটার তালিকায় নাম তুলতে পারেন। তবে এই নিয়মে অনেক যোগ্য নাগরিক ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হন। নতুন অধ্যাদেশের মাধ্যমে সেই সীমাবদ্ধতা দূর করা হলো।

সরকার জানিয়েছে, ভোটার তালিকাকে আরও হালনাগাদ ও অন্তর্ভুক্তিমূলক করতে এবং সকল যোগ্য নাগরিককে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের আগেই নতুন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তৈরি হলো।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন