ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪ জন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও মধ্যরাত এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এসব নবজাতক মৃত্যুবরণ করে। তাদের মধ্যে দুজন মারা যায় ঢামেক হাসপাতালের এনআইসিইউতে এবং আরও দুজন প্রাণ হারায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবজাতকদের মা মোকসেদা আক্তার। তিনি জানান, জন্মের পর ৩ নবজাতককে রাখা হয়েছিল ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) এবং বাকি ৩ জনকে স্থানান্তর করা হয় একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে। পরে ঢামেকের দুজন ছেলে নবজাতক ও বেসরকারি হাসপাতালে থাকা দুই মেয়ে নবজাতক মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “প্রথমে সন্ধ্যায় এক নবজাতকের মৃত্যু হয়। এরপর গভীর রাতে আরও একজন মারা যায়। পাশাপাশি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই নবজাতক মারা গেছে। বর্তমানে ঢামেক হাসপাতালে একজন নবজাতক চিকিৎসাধীন রয়েছে এবং অপর একজন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে বলে নিশ্চিত করেছেন স্বজনরা।”