Ridge Bangla

ঢাবিতে বর্ণিল শোভাযাত্রায় বর্ষবরণ উৎসবের ঢেউ

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয় ঐতিহ্যবাহী ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। তবে ভোরের আলো ফোটার আগেই পুরো এলাকা মুখর হয়ে ওঠে উৎসুক মানুষের পদচারণায়।

সরেজমিনে দেখা যায়, চারুকলা প্রাঙ্গণ রঙে রঙিন হয়ে উঠেছে নানা সাজসজ্জায়। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ বিশ্ববিদ্যালয় চত্বরজুড়ে ছিল মানুষের ঢল। বিভিন্ন বয়সী মানুষ, শিক্ষার্থী, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা এতে অংশ নেন। বর্ণিল পোশাক, মুখোশ, বাঁশের তৈরি বাঘ, মাছ, পাখি ও পাপেট নিয়ে শোভাযাত্রাটি পরিণত হয় এক নান্দনিক চলমান চিত্রকর্মে।

শোভাযাত্রায় ছিল গ্রামীণ জীবন, প্রকৃতি ও সাধারণ মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি। নারীরা পরেছিলেন লাল-হলুদ-সবুজ-কমলা রঙের শাড়ি, মাথায় ফুলের মালা ও হাতে চুড়ি। শিশুরাও পিছিয়ে ছিল না। তারা ছোট ছোট মুখোশ পরে, হাতে পতাকা নিয়ে অংশ নেয় উৎসবের আনন্দযাত্রায়। এই আয়োজন শুধু ঢাকাতেই সীমাবদ্ধ ছিল না; দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে এই উৎসবে যোগ দিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দীর্ঘদিনের ঐতিহ্য এই শোভাযাত্রা আজও রঙ, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের মিলনমেলা হিসেবে নববর্ষ উদযাপনের অন্যতম কেন্দ্র হয়ে আছে।

আরো পড়ুন