Ridge Bangla

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কি.মি. যানজট, যাত্রীদের চরম দুর্ভোগ

টানা বৃষ্টিতে তৈরি হওয়া খানাখন্দ এবং ফোরলেন প্রকল্পের অসম্পূর্ণ কাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড হয়ে শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে হাজারো যানবাহন আটকে রয়েছে। ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা ফোরলেন প্রকল্পের কারণে মহাসড়কের পথ সরু হয়ে গেছে। এর মধ্যে আশুগঞ্জ ও বিশ্বরোড মোড় এলাকায় তিন ফুটের বেশি গভীর গর্ত তৈরি হয়েছে। এর সঙ্গে অকার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, ছয় বছর ধরে আশুগঞ্জ-আখাউড়া সড়কে চার লেনের কাজ চললেও তা এখনো পুরোপুরি শেষ হয়নি। এক পাশ চালু থাকলেও সরু রাস্তায় যান চলাচল করতে হচ্ছে, যার ফলে বড় যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিচ্ছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, খানাখন্দে গাড়ি আটকে পড়ায় স্বাভাবিক সময়ের চেয়ে তিন-চার গুণ বেশি সময় লাগছে। গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

সিলেট থেকে ট্রাক চালিয়ে আসা জাকির হোসেন বলেন, “রাতে রওনা দিয়ে সকাল থেকে চার ঘণ্টা ধরে আটকে আছি।” বাসযাত্রী লোকমান মিয়া বলেন, “কারখানায় কাজে যোগ দিতে পারব না।” হবিগঞ্জের সোহেল বলেন, “বিয়েতে যেতে চেয়েছিলাম, মনে হচ্ছে আর সম্ভব হবে না।”

সরাইল হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, “গাড়িগুলো গর্তে পড়ায় গতি কমে যাচ্ছে। প্রতিটি ট্রাককে মোড় অতিক্রমে ২০ মিনিট লাগছে। হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।”

আরো পড়ুন