রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে স্কুলভিত্তিক। এর ফলে শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে গিয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন।
সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক তানজীমউদ্দীন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজসহ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অধ্যাপক তানজীমউদ্দীন জানান, প্রচলিত বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত অনুষদভিত্তিকভাবে পরিচালিত হয়। অনুষদের অধীনেই বিভাগগুলো পরিচালিত হয়, ফলে শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুযোগ থাকে না। কিন্তু নতুন এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে স্কুলভিত্তিক। এতে প্রথম ও দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীরা নন-মেজর বিষয় অধ্যয়ন করবেন। এরপর তৃতীয় বর্ষ থেকে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন।