Ridge Bangla

ঢাকা ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষ, পুলিশ সদস্যরাও আহত

১৯ আগস্ট ঢাকা কলেজের ছাত্র কর্তৃক সিটি কলেজের দুই ছাত্রের আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনায় শুরু হওয়া উত্তেজনা আজ (২১ আগস্ট) চরম আকার ধারণ করেছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীসহ পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাব ও নিউমার্কেট এলাকার আশেপাশে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুলিশ বলছে, বেলা ১১টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। লাঠি নিয়ে দু পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াও চলে। একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ।

এসময় দু পক্ষ থেকে পুলিশের উপরও হামলা করা হয়। এতে অন্তত চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময় লাঠিচার্জ করে। কলেজ দুটির আশেপাশের চিত্রে দেখা গেছে ছাত্ররা রাস্তার একপাশে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশও রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন