রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে সারাদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
বুধবার (২৩ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
আজ (২৩ জুলাই) সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ওইদিন ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের কারণে অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানী ও আশপাশের অঞ্চলে আপাতত শুষ্ক ও গরম আবহাওয়া বজায় থাকবে।