Ridge Bangla

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার দুপুর ১২টা ২১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর জানা যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানিয়েছেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের ব্যবধান ছিল ৫৯৭ কিলোমিটার। মিয়ানমার বাদে থাইল্যান্ডসহ অন্যান্য অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

আজকের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং চীনে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন