ঢাকা মহানগরীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে শিগগিরই ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে বিজ্ঞানভিত্তিক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও জানান তিনি।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
সভায় তিনি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
তিনি বলেন, রাজধানীর আশপাশের এলাকাগুলোতে বায়ুদূষণের উৎস সনাক্তে পৃথক কমিটি গঠন করা হবে। একই সঙ্গে ইটভাটা নিয়ন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম, লক্ষ্মীপুরের রামগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ইটভাটা পরিচালনা নিষিদ্ধ করা হবে।
উপদেষ্টা আরও বলেন, মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালিত হবে। এছাড়া, নির্মাণসামগ্রী যত্রতত্র ফেলে রাখা, উন্মুক্ত স্থানে আগুন জ্বালানো এবং পাতা পোড়ানোর মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়নে জনগণ ও কমিউনিটিকে সম্পৃক্ত করার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, নগরীর কোনো স্থান পতিত রাখা যাবে না; প্রতিটি খালি জায়গায় গাছ লাগাতে হবে। পাশাপাশি পাতা পোড়ানোর হটস্পট চিহ্নিত করে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। এ লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পত্র প্রেরণ এবং গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের নির্দেশ দেন তিনি।
সভায় তিনি আমিনবাজার এলাকায় অবৈধভাবে বালু রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং গাছ লাগানোর উদ্যোগে স্বেচ্ছাসেবকদের সক্রিয়ভাবে যুক্ত করার তাগিদ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।