Ridge Bangla

ঢাকায় সকালের বৃষ্টিতে স্বস্তি, তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

রাজধানী ঢাকায় কয়েক দিনের দাবদাহের পর মঙ্গলবার (৩ জুন) সকালের বৃষ্টিতে নগরবাসী পেয়েছেন কিছুটা স্বস্তি। যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর আবহাওয়া মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কিছুটা বাড়তেও পারে।

আবহাওয়া অফিসের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইবে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মাত্রায়।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এই সময়ে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২২ মিলিমিটার।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল (৪ জুন) সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

রাজধানীতে টানা গরমে ভোগান্তি বাড়লেও আজকের বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তবে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরো পড়ুন