ঢাকাস্থ মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার আশঙ্কা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, যদি এ ধরনের কোনো পরিকল্পনা থেকেও থাকে, তা অনানুষ্ঠানিক পর্যায়ের এবং এ বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি শুধু এটুকু বলতে পারি, যদি কোনো হামলার পরিকল্পনা থেকে থাকে, সেটা ইনফরমাল। সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।” সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “যদি বিষয়টি আসলেই নিরাপত্তা সংক্রান্ত হয়, তাহলে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে।”
এর আগে একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ঢাকাস্থ মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা সংক্রান্ত গোয়েন্দা তথ্য পেয়েছে অন্তর্বর্তী সরকার। সেখানে উল্লেখ করা হয়, দূতাবাসে কর্মরত বিশেষ ধর্মাবলম্বী কোনো কর্মী বা বাংলাদেশি স্টাফকে অপহরণ ও হত্যার পাশাপাশি দূতাবাসে হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, বিষয়টি এখনো যাচাই-বাছাইয়ের পর্যায়ে আছে। সরকারের বিভিন্ন সংস্থা এ নিয়ে সতর্ক রয়েছে এবং কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।