বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) থেকে রাজধানী ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেবেন বলে জানানো হয়েছে।
‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট–২০২৫’ শীর্ষক এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি বড় কোম্পানি ইতিমধ্যেই এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই সম্মেলন চলবে বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর।