Ridge Bangla

ঢাকায় ফিরে পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে পিটার হাস

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে ঢাকায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। বৈঠকটি সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত সচিবালয়ে অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পিটার হাস এক সপ্তাহের সফরে গত শনিবার বাংলাদেশে আসেন। সফরের অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজারে যান এবং রাতে ঢাকায় ফেরেন। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছরের জুলাই-আগস্টে দেশের গণআন্দোলনের কয়েকদিন আগে তার দায়িত্ব শেষ হয়ে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরে মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নিয়ে ২০২৪ সালের অক্টোবরে বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে যোগ দেন। প্রতিষ্ঠানটির বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এবং কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে।

অবসরের পরও প্রায়ই বাংলাদেশ সফর করেন পিটার হাস। এপ্রিলে তিনি ঢাকায় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজিত বৈঠকে অংশ নেন, যেখানে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক, জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সে সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন।

দায়িত্বকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং বিভিন্ন কার্যক্রমের কারণে সবসময় আলোচনায় থাকা পিটার হাস এবারও ঢাকায় ফিরে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ ও জ্বালানি খাতসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন