ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় হাজারখানেক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিসহ ঢাকায় পুলিশের কর্মকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন। কর্মসূচির শেষ পর্যায়ে তারা সড়কে সারিবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ পড়েন।
এক শিক্ষার্থী জানান, “ইন্টেরিমের জ্ঞান-বুদ্ধি লোপ পেয়েছে, অর্থাৎ ইন্টেরিম এখন মৃত। তাই আমরা গায়েবানা জানাজা পড়েছি। আমাদের চার দফা দাবি পুলিশকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং হামলায় জড়িতদের বিচার করা। অন্যথায় আমরা আবারও লংমার্চ টু যমুনা ঘোষণা করব।”
বিক্ষোভের কারণে মুরাদপুর, অক্সিজেন সড়ক, চকবাজার ও মেডিকেল সংযোগ সড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। শত শত যানবাহন আটকে পড়ে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।