Ridge Bangla

ঢাকায় নতুন বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে ডিএমপির উদ্যোগ

মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজধানীর ওয়ারী বিভাগে শুরু হয়েছে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ–২০২৫’। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এই বিশেষ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো একটি আধুনিক ও নির্ভরযোগ্য নাগরিক তথ্যভান্ডার তৈরি করা, যা নিরাপদ ও সুরক্ষিত সমাজ গঠনে সহায়ক হবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘লুকিয়ে থাকার দিন শেষ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী এই কর্মসূচি চালানো হবে।

তিনি বলেন, “এই সময়ের মধ্যে নতুন বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে। যেসব নাগরিক পূর্বে তথ্য দিয়েছেন কিন্তু পরবর্তীতে বাসা পরিবর্তন করেছেন, তাদের তথ্যও হালনাগাদ করা হবে।”

উদ্যোগের আওতায় নাগরিকদের পরিবারের সদস্য যেমন স্ত্রী, সন্তান, গৃহকর্মী ও গাড়িচালকদের তথ্যও সংগ্রহ করা হবে। এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য ডেটাবেইস গড়ে তোলা সম্ভব হবে, যা ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ওয়ারী বিভাগের পক্ষ থেকে সকল নাগরিককে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে এই উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন