ঢাকা ও আশপাশের এলাকায় আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আংশিক মেঘলা আকাশের সঙ্গে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্নতারও পূর্বাভাস দেওয়া হয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকায় নগরবাসী কিছুটা স্বস্তি পাবেন। আবহাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের বেলায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা আর্দ্রতা ও উষ্ণতা কিছুটা কমিয়ে দিতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ, যা নগরবাসীর জন্য কিছুটা উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জানান, ঢাকার মতো বড় শহরে হঠাৎ হালকা বৃষ্টি হওয়ার কারণে যানবাহন ও জনজীবনে সামান্য প্রভাব পড়তে পারে। শহরবাসীর জন্য পরামর্শ দেওয়া হয়েছে, দিনের বেলা বাইরে বের হওয়ার সময় হালকা বৃষ্টি বা অস্থায়ী মেঘলা আবহাওয়ার কথা মাথায় রেখে পরিকল্পনা করা।