Ridge Bangla

ঢাকায় তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা

ঢাকায় তীব্র বজ্রপাতের সঙ্গে টানা ২–৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে শহরে জলাবদ্ধতার সমস্যা দেখা দিতে পারে।

রোববার (৫ অক্টোবর) আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেছেন, ঢাকা শহরসহ এর চারপাশের জেলাসমূহে দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং তীব্র বজ্রপাতের সম্ভাবনা প্রবল। ঢাকায় মূল বৃষ্টিপাতের সময় হবে বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে।

মোস্তফা কামাল পলাশ আরও জানান, ঢাকায় এই ভারী বৃষ্টিপাত টানা দুই থেকে চার ঘণ্টা চলতে পারে। ফলে শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রংপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর ও খুলনা অঞ্চলে রোববার সন্ধ্যা ৬টার মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, বাসিন্দারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন, ঝড়ো বাতাস এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করুন। শহরে চলাচল ও যানজটের প্রভাব মোকাবিলায় যানবাহন চালকদেরও বিশেষ সাবধান হতে হবে। ঢাকাবাসীকে সতর্ক করে বলা হয়েছে, এই ভারী বৃষ্টিপাতের সময় নিচু এলাকা, খাল-বিলে এবং জলাবদ্ধ এলাকায় গিয়ে না দাঁড়ানোর জন্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন