ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশীয়-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গঠনের পর এটিই তাদের পক্ষ থেকে প্রথম কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর।
দুই কূটনীতিক আলাদা আলাদা ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন। এর মধ্যে নিকোল অ্যান চুলিক গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় আসেন এবং অ্যান্ড্রু আর হেরাপ এসেছেন বুধবার সকালে। সফরে তাদের সঙ্গে রয়েছেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।
এই সফরে তারা বাংলাদেশের চলমান সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন। এছাড়া প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামি এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও মতবিনিময় করবেন তারা। তিন দিনের সফর শেষে আগামী ১৮ এপ্রিল ঢাকা ছাড়বেন দুই মার্কিন কূটনীতিক।