Ridge Bangla

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ২০১২ সালের পর এটাই প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে।

সফরের দ্বিতীয় দিন ২৪ আগস্ট ইসহাক দার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং রাজনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১৬–১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা সফর করেন। সে সময় দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যা ইসহাক দারের সফরের প্রস্তুতিমূলক বৈঠক হিসেবে দেখা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৭–২৮ এপ্রিল ইসহাক দারের ঢাকা সফরের কথা থাকলেও কাশ্মীর ইস্যুতে ভারত–পাকিস্তান উত্তেজনার কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন তারিখে সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।

সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ঢাকা সফর করেছিলেন। তিনি সে সময় উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট (ডি-৮) শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে এসেছিলেন।

পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন