বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছাচ্ছেন। তিন দিনের সফরে এটি হবে তার বাংলাদেশে প্রথম আগমন, চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর। টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বৈশ্বিক এবং জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, টিআইবির কার্যক্রমের চ্যালেঞ্জ ও সম্ভাবনা পর্যালোচনা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনই তার সফরের মূল উদ্দেশ্য।
বর্তমানে বিশ্বের একশটির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অন্যতম সক্রিয় ও বৃহত্তম জাতীয় অধ্যায় হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই অধ্যায়ের আমন্ত্রণেই বাংলাদেশ সফরে আসছেন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ।
সফরকালে তিনি টিআইবির কর্মী, দেশের ৪৫ অঞ্চলে টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি, তরুণদের প্ল্যাটফর্ম ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট অংশীজন, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গেও আলোচনায় বসবেন।
খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষক ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ ২০১৯ সাল থেকে টিআইর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি টিআই-ফ্রান্সের বোর্ড সদস্য ছিলেন। এ সময়ে তিনি অবৈধ অর্থ প্রবাহ রোধ, পাচার প্রতিরোধ, রাজনৈতিক শুদ্ধতা এবং কৌশলগত আইনি পদক্ষেপের নানা উদ্যোগে কাজ করেছেন। এছাড়া তার নেতৃত্বে টিআই সেক্রেটারিয়েট ব্যবসায়িক শুদ্ধতার অংশ হিসেবে জি২০ পর্যায়ে আর্থিক নিয়ন্ত্রণ ও দুর্নীতিবিরোধী অধিপরামর্শ কার্যক্রম শুরু করে।