প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে। এটি দুদেশের সাম্প্রতিক সম্পর্ক জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকটি স্বল্প সময়ের হলেও তা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বৈঠকে ড. ইউনূস সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গা পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ তুলেছেন।
প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে- এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে আরও মনোযোগ দেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি।
উভয় পক্ষই এই বৈঠককে ভবিষ্যতের সম্পর্ক উন্নয়নের একটি সম্ভাবনাময় সূচনা হিসেবে দেখছেন।