Ridge Bangla

ড. ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান অধ্যাপক হালুক গোরগুন। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে, একই দিনে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সেনা সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন তুর্কি প্রতিনিধি।

বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, এই সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। সেনাপ্রধান তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে আধুনিক যুদ্ধসরঞ্জাম তৈরির পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।

আরো পড়ুন