জার্মানির মিউনিখ বিমানবন্দরে ড্রোন শনাক্তের কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল। এতে প্রায় তিন হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে একাধিক অজ্ঞাত ড্রোন শনাক্তের পর জরুরি ভিত্তিতে ফ্লাইট চলাচল স্থগিত করে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। রাত ১০টা ১৮ মিনিট থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। এতে ১৭টি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি এবং প্রায় ৩,০০০ যাত্রী ভোগান্তির শিকার হন। আগত ১৫টি ফ্লাইটকে স্টুটগার্ট, নুরেমবার্গ, ফ্রাঙ্কফুর্ট ও ভিয়েনায় অবতরণ করা হয়।
স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা থেকে পুনরায় আংশিকভাবে বিমান চলাচল শুরু হয়। এর ফলে ভোগান্তিতে পড়া যাত্রীদের জন্য ক্যাম্পবেড, কম্বল, পানি ও খাবারের ব্যবস্থা করা হয়েছিল। দেশটির ফেডারেল পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ইউরোপের একাধিক দেশে অজ্ঞাত ড্রোন উড্ডয়নের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
ইউরোপের বিভিন্ন দেশে উদ্বেগজনকভাবে অজ্ঞাত ড্রোন উড্ডয়ন বেড়েছে। এতে ইউরোপজুড়ে নিরাপত্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এসব ড্রোন উড্ডয়নের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।