ড্যানিয়েল ক্রেগের বিদায়ে নতুন মোড় নিতে যাচ্ছে বিখ্যাত জেমস বন্ড সিরিজ। ‘ক্যাসিনো রয়েল’ থেকে ‘নো টাইম টু ডাই’—এই পাঁচটি ছবিতে বন্ড হিসেবে আলো ছড়ানোর পর চরিত্রটি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন তিনি। এ ধাপেই বদলে গেছে বন্ড সিরিজের প্রযোজক সংস্থাও।
দীর্ঘ ছয় দশক ধরে বন্ড সিরিজের মালিক ও প্রযোজক ইয়ন ফিল্মস, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই দায়িত্ব তুলে দিয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওসের হাতে। ইয়ন ফিল্মসের বারবারা ব্রোকলি ও মাইকেল জি উইলসনের সঙ্গে চুক্তির মাধ্যমে বন্ড সিরিজের নতুন অধ্যায় শুরু করেছে এমজিএম। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা নতুন বন্ড সিনেমা নির্মাণে কাজ শুরু করেছে।
বন্ড সিরিজের ২৬তম ছবিটি পরিচালনা করবেন কানাডিয়ান খ্যাতনামা পরিচালক ডেনি ভিলেনভ। প্রযোজক হিসেবে থাকবেন এমি পাসকাল ও ডেভিড হেইম্যান, এবং নির্বাহী প্রযোজক তানিয়া ল্যাপয়েন্ট। ভিলেনভ এর আগে ‘ডিউন’, ‘ডিউন পার্ট টু’, ‘অ্যারাইভাল’, ‘ব্লেড রানার ২০৪৯’ এর মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন।
এমজিএম প্রধান মাইক হপকিন্স বলেন, “এ সময়ের সেরা পরিচালকের হাতেই বন্ডের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।” অন্যদিকে ডেনি ভিলেনভ এক বিবৃতিতে জানান, “ছোটবেলায় বাবার সঙ্গে বন্ড সিরিজ দেখে বড় হয়েছি। এবার নিজেই সেটির অংশ হতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ। এটা আমার জন্য বড় এক দায়িত্ব।”
নতুন বন্ডের শুটিং শুরু হবে ২০২৬ সালে, আর মুক্তি পাবে ২০২৭ সালে।
তবে কে হবেন নতুন ০০৭? এই প্রশ্নে চলছে জোর আলোচনা। সম্ভাব্যদের তালিকায় উঠে এসেছে কয়েকটি নাম—অ্যারন-টেলর জনসন, থিও জেমস, হেনরি ক্যাভিল, অ্যারন পিয়ের, জেমস নরটন এবং জ্যাক লোডেন। চূড়ান্ত ঘোষণা এখনো না এলেও, সারা বিশ্ব অপেক্ষায় আছে—কে হবেন নতুন জেমস বন্ড?