দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুর ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম বিভাগে।
নতুন ভর্তি হওয়া ১৬৯ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রামে ২৮ জন, ঢাকা দক্ষিণে ১৯ জন, ঢাকা উত্তরে ১৬ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৫ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৩৯ জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বাড়ার কারণে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে জোর দিচ্ছেন তারা।