Ridge Bangla

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩১৯

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন। বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল জেলায়, যেখানে ৮৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকায় ভর্তি হয়েছেন ৯০ জন, ঢাকার বাইরের বিভাগগুলোতে ৫৯ জন, চট্টগ্রামে ৩৮ জন, রাজশাহীতে ৩০ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুর বিভাগে ভর্তি হয়েছেন ৪ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ জন, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং এ বছর এখন পর্যন্ত ৫৭৫ জন মৃত্যুবরণ করেছেন।

২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেঙ্গু পরিস্থিতির অবনতি রোধে স্বাস্থ্য বিভাগ জনগণকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন