দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (২৯ সেপ্টেম্বর) জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৮৬ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে।
প্রতিবেদনে বলা হয়, শুধু সেপ্টেম্বর মাসেই এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩১০ জন রোগী এবং মারা গেছেন ৭৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৩২ জন এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৫৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ধাপে ধাপে সংক্রমণ বেড়েছে। জানুয়ারিতে ভর্তি হয়েছিলেন ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন। মৃত্যুর সংখ্যাও মাসভেদে বেড়েছে—জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়।
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তন এবং মশার প্রজনন নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে সংক্রমণ বাড়ছে। তারা নাগরিকদের বাড়ির ভেতর-বাহিরে জমে থাকা পানি অপসারণ এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।