গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন। মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশালে—সেখানে নতুন করে ১২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর চট্টগ্রামে ৯৮ জন, ঢাকায় ৮৮ জন, রাজশাহীতে ৪৮ জন, ঢাকার বাইরের বিভাগে ৩৬ জন, খুলনায় ১৮ জন, ময়মনসিংহে ১১ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ১৮৮ জন। তাদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। গত বছর ২০২৪ সালে সারাদেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে রেকর্ডসংখ্যক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
চলতি মৌসুমেও ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংস এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।