দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে নতুন করে ৬৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৭ জন। বরিশাল বিভাগে নতুন ভর্তি হয়েছেন ১৫৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন এবং খুলনা বিভাগে ৩৩ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮৮ জনে পৌঁছেছে। এছাড়া এ বছরের শুরু থেকে সারা দেশে মোট ৪৪ হাজার ৪৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে, চলতি বছরের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল রোববার, যখন মাত্র ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব নিরসনে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে এবং মশার উৎস ধ্বংস ও জলাবদ্ধতা কমানোর নির্দেশনা জারি করেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশেপাশের জলাবদ্ধ স্থান দ্রুত পরিষ্কার রাখা, মশারি ব্যবহার এবং সরকারি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি শারীরিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।