Ridge Bangla

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে—১২৭ জন। যদিও এদিন কোনো মৃত্যু হয়নি।

রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।

বিশেষ করে বরগুনায় পরিস্থিতি ভয়াবহ। সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ১০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন—যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। বরগুনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে এবং মৃত্যু হয়েছে ২৮ জনের।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ২১৪ এবং মোট মৃতের সংখ্যা ৫৭৫ জন।

তুলনামূলকভাবে ২০২৩ সালে রেকর্ডসংখ্যক ১ হাজার ৭০৫ জন মারা যান ডেঙ্গুতে এবং হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বর্ষাকালে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তাই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এখনই স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ এবং নাগরিকদের সমন্বিত উদ্যোগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন