Ridge Bangla

ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তিনি বলেন, “ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।” তিনি জানান, ডিসি, এসপি, ইউএনও এবং থানার ওসিদের রদবদল র‌্যান্ডম পদ্ধতিতে সম্পন্ন হবে।

নির্বাচন উপলক্ষে আনুমানিক ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়ে শফিকুল আলম বলেন, “ডিসেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে।” তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আনসার, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবে।

নতুন ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৮ থেকে ৩২ বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেইসঙ্গে তাদের জন্য বিশেষ বুথ স্থাপন এবং বাস্তবায়নের কৌশল নির্ধারণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে আরও একটি বৈঠক খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কঠোর হতে বলা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন