Ridge Bangla

ডিভোর্সের পরও হঠাৎ একসঙ্গে ছবি পোস্ট করলেন মাহি-রাকিব

বলিউডের মতোই ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় আসেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। তবে এবার তিনি রিয়েল লাইফ নিয়ে সমালোচনার শীর্ষে। সামাজিক মাধ্যমে প্রকাশিত দুটি ছবি ঘিরে গুঞ্জন ছড়িয়েছে যে মাহি ও প্রাক্তন স্বামী রাকিব সরকার পুনরায় মিলিত হয়েছেন।

ছবিগুলোতে দেখা গেছে, রাকিব-সন্তানদের সঙ্গে মাহি উপস্থিত। ছবিটি মাহি নিজেই পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “মাশাল্লাহ।” একই ছবি রাকিবও প্রকাশ করেছেন, যেখানে উল্লেখ করেছেন, “সোয়াইব, সাইয়ারা, ফারিশ ও আমরা এক ফ্রেমে।” ছবি দুটি প্রকাশের পরেই সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, “আবার সব আগের মতো হয়ে যাক,” আবার কেউ মন্তব্য করেছেন, সন্তানদের সঙ্গে স্থিরচিত্র দেখে ভালোবাসার ইমোজি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।

মাহি-রাকিবের ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন পুনরায় এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বলছেন, তারা আসলে আগে থেকেই এক ছিলেন, মাঝে সম্পর্কের অবনতি হয়েছিল। তবে মাহি-রাকিবের নিজস্ব কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

এর আগে মাহি ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন, তিনি রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন। পরে রাকিবও বিষয়টি নিশ্চিত করেছিলেন। এই ঘটনা ঘটেছিল গত বছরের মাঝামাঝি সময়ে। এক বছরের পর ফের তাদের পুনর্মিলনের আভাস সামাজিক মাধ্যমে নানা আলোচনা সৃষ্টি করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন