Ridge Bangla

ডিবি প্রধান হিসেবে নিয়োগ পেলেন শফিকুল ইসলাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

শফিকুল ইসলাম ১৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সন্তান শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।

প্রথমদিকে তিনি লক্ষ্মীপুর জেলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব পান। ধাপে ধাপে তিনি পদোন্নতি পেয়ে ডিআইজি পদে উন্নীত হন এবং হাইওয়ে পুলিশের দায়িত্ব পালন করেন।

ডিএমপির সর্বাধিক গুরুত্বপূর্ণ শাখা ডিবির নতুন প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা, বিশেষ করে রাজধানীতে সংগঠিত অপরাধ দমন ও গোয়েন্দা কার্যক্রমে শফিকুল ইসলামের অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন