Ridge Bangla

ডিবির অভিযান: রাজধানীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১৬ জন গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার (৩ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই তথ্য নিশ্চিত করেছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।”

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ধৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা, জনশৃঙ্খলা ভঙ্গ ও উসকানিমূলক তৎপরতার অভিযোগ রয়েছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে, যাদের নাম রয়েছে, তারা কেউ কেউ সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বলেও জানা গেছে। তবে এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন