Ridge Bangla

ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু

পুলিশি সেবা সহজলভ্য করতে নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন সব থানায় অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হয়েছে। ফলে এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে জিডি করতে পারবেন।

গুগল প্লে স্টোরে থাকা Online GD অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই স্মার্টফোনের মাধ্যমে জিডি করা যাবে।

শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, অনলাইন জিডির ক্ষেত্রেও আবেদনকারীরা একটি জিডি নম্বর পাবেন এবং পরে সে সংক্রান্ত আপডেট তথ্য জানতে পারবেন। নিবন্ধিত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ হওয়ায় ব্যক্তিগত গোপনীয়তাও সুরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, অনলাইন জিডির ফলে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, একই সঙ্গে নাগরিকদের সময় ও ভোগান্তি কমবে। শুধু জিডি করা নয়, জিডির ভিত্তিতে পুলিশ যে পদক্ষেপ নেবে, তা জানার সুযোগও মিলবে অনলাইনে। এতে নাগরিক জীবনে স্বস্তি আসবে।

উল্লেখ্য, অনলাইন সেবার পাশাপাশি আগের মতো থানায় গিয়ে প্রচলিতভাবে জিডি করার সুবিধাও থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন