আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ঘোষিত প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।
বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে এক আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেলের নাম প্রকাশ করেন। তিনি জানান, ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭ পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। তবে প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদের জন্য তারা প্রার্থী দেয়নি। রাকিবুল ইসলাম রাকিব বলেন, “জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে এই পদে কোনো প্রার্থী না দিয়ে ছাত্রদল তাকে সমর্থন জানাবে।”
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে বিভিন্ন ছাত্রসংগঠন তাদের প্যানেল ঘোষণা করছে। ছাত্রদলের নেতারা আশা করছেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা তাদের নীতিভিত্তিক রাজনীতিকে সমর্থন জানাবেন।