Ridge Bangla

ডাকসুর ফলাফল প্রত্যাখ্যান করলেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলকে কারচুপির প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

পোস্টে আবিদুল ইসলাম লিখেছেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছিলাম। এখন কেবল নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে দেওয়া হচ্ছে। এই পরিকল্পিত প্রহসন আমি প্রত্যাখ্যান করছি।” তার দাবি, নির্বাচন শুরুর আগেই ফলাফলের দিকনির্দেশনা তৈরি ছিল এবং ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ প্রহসনমূলক।

এদিকে আবিদুল ইসলামের এই পোস্টের আগেই অন্তত তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বড় ব্যবধানে এগিয়ে আছেন। ফজলুল হক হল ও অমর একুশে হলসহ একাধিক কেন্দ্রে তিনি বিপুল ভোটে এগিয়ে থেকে প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলেছেন।

এমন পরিস্থিতিতে ছাত্রদলের সমর্থকরা ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভে নামার ইঙ্গিত দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বলছেন, নির্বাচনের প্রতিটি ধাপে প্রার্থীদের এজেন্ট উপস্থিত ছিলেন এবং গণনা প্রক্রিয়ায় কোনো গড়মিল হয়নি।

ফলাফলকে কেন্দ্র করে সিনেট ভবনের ভেতরে ও বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। শিক্ষার্থীরা ভিপি পদে চূড়ান্ত বিজয়ীর নাম শোনার অপেক্ষায় রয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন