ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার আসছে বেশ কিছু নতুন পরিবর্তন। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে ব্যালট পেপারে ব্রেইল পদ্ধতি অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে নিজের ভোট নিজেই দিতে পারে, সেজন্য ব্রেইল লিপিতে ব্যালট পেপার ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে অংশীজনদের কাছ থেকে মোট ৫১টি সুপারিশ পাওয়া গেছে। এর মধ্যে ৩১টি সুপারিশ নিয়ে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ২০টি সুপারিশ বাস্তবায়নের বিষয়টি দেখবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের আওতাধীন গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে রয়েছে:
-
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালট পেপার
-
শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা
-
শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ব্যবস্থা
-
রিডিং রুমে প্রচার না চালানো
-
নির্বাচনী পোস্টার নিষিদ্ধ করা
-
ক্লাস চলাকালে মাইক বন্ধ রাখা
-
পোলিং এজেন্ট রাখার সুযোগ
-
ছুটির দিনে ভোট গ্রহণ
-
ভোটগ্রহণ ও গণনায় শিক্ষকদের সম্পৃক্ত করা
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে থাকা সুপারিশগুলো মধ্যে রয়েছে:
-
২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা
-
আনসারদের সিভিল ড্রেসে প্রক্টরিয়াল টিমে যুক্ত করা
-
ছাত্রলীগের নেতাকর্মীদের নির্বাচন থেকে বিরত রাখা ও বিচার নিশ্চিত করা
-
সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ (Level Playing Field) তৈরি
-
‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১’ ও ‘২’ ফেসবুক গ্রুপ নিয়ন্ত্রণ
-
প্রার্থীদের নিয়মিত শিক্ষার্থী হওয়া ও বয়সসীমা নির্ধারণ
-
হলগুলোতে রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
-
মিথ্যা প্রচারণা বন্ধ
-
ফ্যাসিস্ট আচরণের অভিযোগ থাকা শিক্ষক/কর্মকর্তাদের বিচার ও নির্বাচন থেকে দূরে রাখা
-
গঠনতন্ত্র বিষয়ে ঐকমত্য তৈরিতে ছাত্রসংগঠন ও প্রশাসনের যৌথ সভা আয়োজন
নির্বাচন কমিশন ও প্রশাসনের যৌথ উদ্যোগে এসব সুপারিশ বাস্তবায়ন হলে এবার ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।