Ridge Bangla

ডনের প্রেমিকা বুবলী, আসছে গানচিলের ‘ময়না’

দেশের জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক ‘বাংলা অরিজিনালস’ নামে নতুন একটি প্রজেক্ট শুরু করেছে। এই সিরিজের প্রথম গান ‘ময়না’ প্রকাশ পাচ্ছে ২৪ জুলাই, গানচিল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কোনাল ও নিলয় ডি রকস্টার।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন ঢালিউডের সুপারস্টার শবনম বুবলী এবং অভিনেতা-নির্মাতা শরাফ আহমেদ জীবন। এতে বুবলীকে দেখা যাবে গ্ল্যামারাস রূপে, আর জীবনকে দেখা যাবে অ্যাকশনধর্মী রোমান্টিক লুকে। একটি দৃশ্যে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা বুবলীকে দেখে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে জোর গুঞ্জন। ধারণা করা হচ্ছে, ভিডিওতে জীবন এক জন ডনের চরিত্রে আর বুবলী তার প্রেমিকার ভূমিকায় হাজির হবেন।

গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার আকাশ সেন এবং কথা লিখেছেন আসিফ ইকবাল। ঢাকার এফডিসিতে জমকালো আয়োজনে ভিডিওটির শুটিং হয়েছে। ভিডিও পরিচালনায় ছিলেন তানিম রহমান অংশু এবং কোরিওগ্রাফি করেছেন নিলয়।

শবনম বুবলী বলেন, “এটা একদম নতুন অভিজ্ঞতা। সিনেমার গানে নেচেছি বহুবার, কিন্তু শুধুই মিউজিক ভিডিওতে কাজ করাটা অন্যরকম। গানটা আমার কাছে পার্সোনাল পার্টি সং হয়ে থাকবে।”

শরাফ আহমেদ জীবন জানান, “বুবলীর সঙ্গে পারফর্ম করা অসাধারণ। বন্দুক, নাচ আর রোমান্স—সবকিছুই এখানে আছে। দর্শকদের জন্য জমজমাট বিনোদন অপেক্ষা করছে।”

গায়িকা কোনাল বলেন, “এটা একদম পার্টি ব্লাস্টার গান। প্রথম শুনেই গাইতে রাজি হয়ে গেছি।”

আকর্ষণীয় সেট ডিজাইন, ক্যামেরার কাজ, এবং বুবলী-জীবনের রোমান্টিক কেমিস্ট্রি দিয়ে সাজানো ‘ময়না’ হয়ে উঠতে পারে এবারের গ্রীষ্মের সবচেয়ে আলোচিত মিউজিক ভিডিও।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন