Ridge Bangla

ঠাকুরগাঁওয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে সদর উপজেলার ভূল্লী থানার খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খলিসাকুড়ি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রাবিয়াতুল (১৫), যিনি খোসবাজার মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষা দিতে বাবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় মাদ্রাসার পথে ছিলেন রাবিয়াতুল। পথে পেছন দিক থেকে একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

আহত বাসযাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা নিচ্ছে বোদা হাইওয়ে থানা পুলিশ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন